বাকেরগঞ্জ পৌরসভা বাংলাদেশের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার স্থানীয় সরকার সংস্থা। ১৯৯০ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি খ শ্রেণীর পৌরসভা এবং বরিশাল-৬ আসনের অন্তর্গত নির্বাচনী এলাকা।
এ পৌরসভায় ৫০ কিলোমিটার সড়কের মধ্যে ৪০ কিলোমিটার সড়ক পাকা এবং ১০ কিলোমিটার সড়ক কাঁচা।
বাকেরগঞ্জ পৌরসভার আয়তন ৬.২৫ বর্গ কিলোমিটার। এর উত্তরে বাকেরগঞ্জ উপজেলার অন্তর্গত রঙ্গশ্রী ইউনিয়ন, পূর্বে কলসকাঠী, দক্ষিণে ভরপাশা এবং পশ্চিমে রঙ্গশ্রী ও গারুড়িয়া ইউনিয়ন অবস্থিত। ৯টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
২০১১ সালের আদমশুমারি অনুসারে, বাকেরগঞ্জ পৌরসভা এলাকার জনসংখ্যা ২৯,৮৯০ জন। এর মধ্যে পুরুষ ১৪,২৫০ ও মহিলা ১৪,২৪০ জন। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১,৮৪৮ জন।
মূল দায়িত্বঃ
* স্ব-স্ব এলাকাভুক্ত নাগরিকগণের সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা।
পৌর প্রশাসন ও সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের মধ্যে সমন্বয় সাধন এবং সমন্বিত কার্যক্রম গ্রহণ করা।
* পৌর এলাকায় নাগরিকগণের পৌরসেবা প্রদানের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, ইমারত নির্মাণসহ নগর উন্নয়ন পরিচালনা প্রণয়ন ও বাস্তবায়ন করা। এবং
* নাগরিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা করা।
কার্যাবলীঃ
* আবাসিক, শিল্প এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য পানি সরবরাহ।
* পানি ও পয়ঃনিষ্কাশন।
* বর্জ্য ব্যবস্থাপনা।
* অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন।
* যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে রাস্তা, ফুটপাথ, জনসাধারণের চলাচল, যাত্রী এবং মালামালের সুবিধার্থে টার্মিনাল নির্মাণ।
* জন্ম ও মৃত্যু নিবন্ধন।
* পরিবহণ ব্যবস্থাপনার সুবিধার্থে ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা, পথচারীদের সুবিধার্থে যাত্রী ছাউনী, সড়ক বাতি, যানবাহনের পার্কিং স্থান এবং বাস স্ট্যান্ড বা বাস স্টপ এর ব্যবস্থা করা।
* নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ।
* বাজার ও কসাইখানা স্থাপন এবং ব্যবস্থাপনা।
* শিক্ষা, খেলাধুলা, চিত্ত বিনোদন, আমোদ প্রমোদ এবং সাংষ্কৃতিক সুযোগ সৃষ্টি ও প্রসারে সহায়তা, পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি।
* আইন, বিধি, প্রবিধি, উপ-আইন বা সরকার প্রদত্ত আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী।
উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা
* কলসকাঠী জমিদার বাড়ি
* পাদ্রিশিবপুর গির্জা
* চরামদ্দী মুঙ্গাখাঁন জামে মসজিদ
ওয়ার্ড নং অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম
০১ রুনসী
০২ রুনসী, রঙ্গশ্রী
০৩ রঙ্গশ্রী, বন্দর
০৪ ভরপাশা, বাকেরগঞ্জ
০৫ ভরপাশা, বাকেরগঞ্জ, চর রঙ্গশ্রী
০৬ ভরপাশা
০৭ ভরপাশা
০৮ ভরপাশা
০৯ ভরপাশা