ঝালকাঠী পৌরসভা
Apr ০৭, ২০১৬Like
ঝালকাঠী জেলা শহরে ঝালকাঠী পৌরসভা অবিস্থত। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয় এ পৌরসভা। এটি দেশের প্রাচীন পৌরসভার মধ্যে অন্যতম। ‘ক’ শ্রেণির ঝালকাঠী পৌরসভার আয়তন ১৬.০৮ বর্গ কিলোমিটার। এ পৌরসভায় ১৯০০ সালে থানা সদর স্থাপিত হয় এবং জেলা শহর স্থাপিত হয় ১৯৮৪ সালে। বর্তমানে ঝালকাঠী পৌরসভায় ৪৭টি মহল্লা, ১২টি মৌজা এবং ৯টি ওয়ার্ড রয়েছে। জনসংখ্যা ৪৭,৫৩৪ জন (২০১০ সালে পরিচালিত জরিপ অনুযায়ী)। ঝালকাঠী পৌরসভা ঢাকা থেকে ১৯৫ কি:মি: দক্ষিণে এবং বরিশাল বিভাগীয় শহর থেকে ২০ কি:মি: পশ্চিমে সুগন্ধা নদীর উত্তর তীরে এবং গাবখান ও ধানসিঁড়ি নদীর পূর্বতীরে অবস্থিত। সুগন্ধা নদী থেকে বাসন্ডা খাল নামে একটি শাখা নদী উত্তর দিকে প্রবাহিত হয়ে শহরকে ২টি অংশে বিভক্ত করেছে। যার পশ্চিম পাড়ে পৌরসভার ২টি ওয়ার্ড এবং পূর্ব পারে বাকি ৭টি ওয়ার্ড রয়েছে।
ঝালকাঠী পৌরসভা দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় প্রাচীনকাল থেকেই নদী পথে দেশ-বিদেশে যাতায়াত ব্যবস্থা সুদৃঢ় ছিল। যোগাযোগদ ব্যবস্থার দিক বিবেচনা করে ঝালকাঠী পৌরসভা বাণিজ্যিক শহরে পরিণত হয় এবং বাণিজ্যিক ঐতিহ্যের দিক বিবেচনা করে এক সময় ঝালকাঠীকে দ্বিতীয় কলকাতা বলা হতো।
সাধারন তথ্যাবলী |
স্থাপিত |
১৮৭৫ সালে |
শ্রেণী |
ক |
আয়তন |
১৬.০৮ বগ কিলোমিটার |
ওয়ার্ড |
৯ টি |
কাউন্সিলার |
প্যানেল মেয়র ৩ জন এবং কাউন্সিলর ৮ জন |
কর্মকর্তা/কর্মচারী |
কর্মকর্তা ৯ জন এবং কর্মচারি ৯৩ জন |
হোল্ডিং সংখ্যা |
প্রাইভেট-আবাসিক ৭৭১৩টি, প্রাইভেট - বাণিজ্যিক ৯৯৯টি, সরকারী- আবাসিক ২৬৬টি এবং অন্যান্য ১০৫টি |
মোট জনসংখ্যা |
৬৩,২৫০ জন |
শিক্ষা প্রতিষ্ঠান |
সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১২টি |
সরকারী উচ্চ বিদ্যালয় | ৬টি |
সরকারী কলেজ | ৩টি |
মাদ্রাসা | মাদ্রাসা ৬টি |
অবকাঠামো ও সরবরাহ সেবা |
মোট রাস্তা | কাঁচা ১২.৬৫ কি.মি., এইচবিবি ১১.৬৫ কি.মি., সিসি/আরসিসি ১৯.০০ কি.মি., সলিং ১২.০০ কি.মি. এবং কার্পেটিং ৪০.০০ কি.মি.। |
মোট ড্রেন | ব্রিক ড্রেন ৪.২৫ কি.মি., কাঁচা ড্রেন ২৫.০০ কি.মি., প্রাইমারী খাল/ড্রেন ৬.০০ কি.মি. এবং আরসিসি ড্রেন ৮.৫০ কি.মি. |
ব্রীজ | ৫টি |
কালভার্ট | ২০টি |
ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান |
মসজিদ | ১২৯টি |
মন্দির | ১৪টি |
কবরস্থান | ২টি |
শশ্মান ঘাট | ২টি |
ঈদগাহ মাঠ | ২টি |
স্বাস্থ্য ও চিকিৎসা |
সরকারী হাসপাতাল | ১টি |
মা ও শিশু কল্যাণ কেন্দ্র | সরকার পরিচালিত ক্লিনিক বা অন্য কোন প্রতিষ্ঠান ২টি |
যক্ষ্মা ক্লিনিক | ইপিআই সেন্টার ২৯টি |
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার | বেসরকারি ক্লিনিক ৭টি |
কসাইখানা | ১টি |