
পৌরসভা সদস্যগণ | |
---|---|
মেয়র | কাঞ্চন পৌরসভা |
প্যানেল মেয়র | কাঞ্চন পৌরসভা |
কাউন্সিলর | কাঞ্চন পৌরসভা |
সাধারন তথ্যাবলী | |
---|---|
স্থাপিত | ০৭/১০/২০০২ |
শ্রেণী | খ |
আয়তন | ২৩.০৮ বর্গ কিঃ মিঃ |
ওয়ার্ড | ৯টি |
কাউন্সিলার | প্যানেল মেয়র ৩ জন এবং কাউন্সিলর ১২ জন |
কর্মকর্তা/কর্মচারী | কর্মকর্তা ৩ জন এবং কর্মচারি ২৩ জন |
হোল্ডিং সংখ্যা | প্রাইভেট - আবাসিক ১০২১২টি, প্রাইভেট - বাণিজ্যিক ৬৬৮টি এবং অন্যান্য ১২টি |
শিক্ষা প্রতিষ্ঠান | |
---|---|
সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১৪টি |
সরকারী উচ্চ বিদ্যালয় | ৬টি |
সরকারী কলেজ | ২টি |
মাদ্রাসা | ৩টি |
অবকাঠামো ও সরবরাহ সেবা | |
---|---|
মোট রাস্তা | কাঁচা ১২.৫০ কি.মি., ডব্লিউবিএম ০.৬২ কি.মি., সিসি/আরসিসি ১৬.২৪ কি.মি., এইচবিবি ২০.৪৭ কি.মি. এবং কার্পেটিং ২৬.৫০ কি.মি. |
ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান | |
---|---|
মসজিদ | ৭৭টি |
মন্দির | ৩টি |
কবরস্থান | ৬টি |
শশ্মান ঘাট | ২টি |
ঈদগাহ মাঠ | ৩টি |
স্বাস্থ্য ও চিকিৎসা | |
---|---|
সরকারী হাসপাতাল | বেসরকারি হাসপাতাল ১টি |
আমরা কাঞ্চন পৌরবাসী, বিগত ১৬ বছরেও পৌরসভার কোন ভালো ফল পাইনি, এমন কি রাস্তা-ঘাট সহ যত উন্নয়নমূলক কাজ আছে তা আশানুরুপ তো দুরের কথা নাম মাত্র ও হয়নি। অথচ পাশের তারাব পৌরসভা উন্নয়নের জোয়ার বয়তেছে। তাহলে কাঞ্চন পৌরসভার উন্নয়নের বরাদ্দের এতো এতো টাকা যায় যায় কোথায়?