এম এ করিম, সৈয়দপুর (নীলফামারী) থেকে: সৈয়দপুর পৌরসভায় সর্বশেষ তালিকা অনুযায়ী মোট ৮১ হাজার ৩৬৫ জন ভোটারের মধ্যে পুরুষ ৪০ হাজার ৮৫২ এবং নারী ভোটার ৪০ হাজার ৫১৩ জন। নারী-পুরুষ মিলে প্রায় ৩৮ হাজারের বেশি ভোটার রয়েছে অবাঙালি (বিহারী)। শহরের বেশকিছু এলাকায় রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ডোবা-নালা নিয়মিত পরিষ্কার না করায় মশা-মাছির উপদ্রব বেড়েছে। প্রয়োজনীয় ডাস্টবিন না থাকায় বাসাবাড়ির ময়লা-আবর্জনা রাস্তার উপর ফেলা হচ্ছে। শহরে মাদক বিক্রেতা ও সেবীদের দৌরাত্ম্য আশঙ্ককাজনকভাবে বেড়েছে। পৌরসভা ও রেলের জায়গা নিয়ে রশি টানাটানির কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এই পৌরসভার মেয়র আমজাদ হোসেন বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। এ কারণে পৌরসভার স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এ বিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সুস্থ্য হয়ে ফিরে গিয়ে শক্ত হাতে সব সমস্যা সমাধানের চেষ্টা করবো। এ জন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করেছেন মেয়র। পাশাপাশি তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সে জন্য পরম করুনাময় আল্লাহ রহমত এবং পৌরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
সৈয়দপুর পৌরসভার বেহাল দশা
Apr ২৮, ২০১৬নিউজ, রংপুর বিভাগComments Off on সৈয়দপুর পৌরসভার বেহাল দশা2

Previous Postনোয়াখালী পৌরসভায় নাসিমের মনোনয়নপত্র জমা
Next Postজবাবদিহিমূলক পৌরসভা গড়ার প্রত্যয় মেয়র আমজাদের