অনলাইন ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের মাসিক সভা বয়কট করেছেন ৮ মহিলা কাউন্সিলর। সিটি করপোরেশনের হলরুমে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া মাসিক সভা বিরতির পর পুনরায় শুরু হলে উপস্থিত কয়েকজন কাউন্সিলর মহিলা কাউন্সিলরদের লক্ষ্য করে ‘কটু কথা’ বলেন বলে অভিযোগ উঠেছে। এর জের ধরে মহিলা কাউন্সিলররা সভা বয়কট করেন। সিসিকের সংরক্ষিত ৯নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ জানান, দুপুরে সিসিকের মাসিক সভা শুরু হয়। দুপুরের বিরতির পর পুনরায় সভা শুরু হলে কয়েকজন কাউন্সিলর মহিলা কাউন্সিলরদের নিয়ে কটূক্তি করেন। আমরা এর প্রতিবাদ জানিয়ে এ ধরনের কটূক্তি না করার অনুরোধ জানাই। কিন্তু তারা এতে কর্ণপাত করেননি। শাহনাজ জানান, মহিলা কাউন্সিলরদের নিয়ে কটূক্তির প্রতিবাদে আমরা সভা বর্জন করেছি। আমরা সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সঙ্গে কথা বলে সভায় দেয়া কাউন্সিলরদের বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাবো। আমাদের দাবি না মানা হলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।
সভা বয়কট করলেন সিসিক মহিলা কাউন্সিলররা
Apr ০৮, ২০১৬সিলেট বিভাগComments Off on সভা বয়কট করলেন সিসিক মহিলা কাউন্সিলররা2

Previous Postরায়গঞ্জ পৌরসভা নিয়ে মেয়র আবদুল্লাহ আল পাঠানের ভাবনা
Next Postকুলিয়ারচর পৌর মেয়রের ইন্তেকাল