নাজিম হাসান, রাজশাহী থেকে : রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রাক চাপায় সাদ্দুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বাসু বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত তসির রহমান।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, সাদ্দুর রহমান বাইসাইকেলে চড়ে বাগমারার হাটে পান বেচতে যাচ্ছিলেন। পথে পালশা নামক স্থানে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাকের চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটিকে থানায় নেওয়া হয়। ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ট্রাকের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাগমারায় ট্রাক চাপায় বৃৃদ্ধ নিহত
Oct ১৫, ২০১৬পৌরসভা সংবাদComments Off on বাগমারায় ট্রাক চাপায় বৃৃদ্ধ নিহতLike
