নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি অব্যাহত রয়েছে। শিলাবৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। বৃষ্টিপাতের এই প্রবণতা আরও পাঁচ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজ করছে। ফলে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাঁচদিনের আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনা ২৩ মিলি মিটার।
বজ্রসহ বৃষ্টি হতে পারে আরও ৫ দিন
May ০২, ২০১৮নিউজComments Off on বজ্রসহ বৃষ্টি হতে পারে আরও ৫ দিনLike
