মনজুরুল আলম, পার্বতীপুর (দিনাজপুর) থেকে : পার্বতীপুরে চলন্ত বাসের ধাক্কায় শাকিবুল ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর দালালিপাড়া গ্রামের আমিজ উদ্দীন ভাটিয়ার পুত্র।
আজ মঙ্গলবার দুপুর ১টায় হুদা ইট ভাটায় কর্মরত তার নানার কাছ থেকে টাকা নিয়ে শাকিবুল রাস্তার পাশে দোকানে খাবার কিনতে যাবার সময় বাসটি ধাক্কা দিয়ে চলে যায়। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
পার্বতীপুরে বাসের ধাক্কায় শিশু নিহত
Dec ২৭, ২০১৬উপজেলা সংবাদComments Off on পার্বতীপুরে বাসের ধাক্কায় শিশু নিহত1
