নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে কুটিনাওভাঙ্গা জাগরনী মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার উপজেলার কুটিনাওভাঙ্গা জাগরনী মহিলা উন্নয়ন সমিতির কার্যালয়ে আলোচনা সভায় সাংবাদিক এম, সাইফুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাল্যবিয়ে প্রতিরোধে বক্তব্য রাখেন সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী (লাকু), বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হযরত আলী, ইউপি সদস্য তাজুল ইসলাম জাগরনী মহিলা উন্নয়ন সমিতিরি সভানেত্রী নুরজাহান বেগম, সম্পাদিকা ফাহিমা বেগম। উক্ত সভায় প্রায় শতাধিক মহিলা উপস্থিত থেকে তাদের ছেলেমেয়েদের বাল্যবিয়ে দেবে না বলে শপথ নেন এবং এলাকায় বাল্যবিয়ে, মাদক, জুয়া প্রতিরোধ করবেন বলে নারী জাগরনের প্রতিজ্ঞা করেন। সবশেষে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী (লাকু) ও ইউপি সদস্য তাজুল ইসলামকে কুটিনাওভাঙ্গা জাগরনী মহিলা উন্নয়ন সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
নাগেশ্বরীতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা
Jan ০৬, ২০১৭অন্যান্যComments Off on নাগেশ্বরীতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে আলোচনা সভাLike
