নাজিম হাসান, রাজশাহী থেকে: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সংখ্যালঘু এক পরিবারে রহস্যজনকভাবে আগুন লেগে এক মহিলার মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম শ্রীমতি লাবন্য প্রভা (৭০)। তিনি উপজেলার কয়ামাজমপুর গ্রামের মৃত শ্রী নীরঞ্জন মন্ডলের স্ত্রী।
আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত লাবন্য প্রভার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, শনিবার রাত ১২টার দিকে কয়ামাজমপুর গ্রামের লাবন্য প্রভার বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এসময় তিনি ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। ঘুমের মধ্যেই আগুনে দগ্ধ হন তিনি। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করলেও দুটি ঘর পুড়ে যায়।
পুলিশ রাত ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া লাবন্য প্রভার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা আরো জানান, ওই নারী একাই বাড়িটিতে বসবাস করতেন। বাড়িতে কিভাবে আগুনের সূত্রপাত হলো সেটি নিয়ে রহস্য দেখা দিয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি রুহুল আলম বলেন, আগুনের ঘটনা রহস্যজনক। তাই নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দুর্গাপুরে রহস্যজনক আগুনে মহিলার মৃত্যু
Jan ১৫, ২০১৭অন্যান্যComments Off on দুর্গাপুরে রহস্যজনক আগুনে মহিলার মৃত্যুLike

Previous Postরাজশাহীতে জেলা প্রশাসকের কার্যালয়ে অবহিতকরণ সভা
Next Postডোমারে শৈতপ্রবাহে জনজীবন বিপর্যস্ত