নাজিম হাসান রাজশাহী থেকে:
রাজশাহীর তানোরে থামছেনা মটরসাইকেল চুরির ঘটনা । একের পর এক মটরসাইকেল চুরি হলেও মুলহোতারা থাকছেন ধোরা ছোয়ার বাহিরে। আজ সোমবার হাটবাকইল গ্রীন স্কুলের শিক্ষকের মটরসাইকেল চুরি করে নিয়ে যাবার সময় জনতা চোরকে গনধোলায় দিয়ে পুলিশে দেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেন। জানা গেছে সোমবার সকাল ১১টার দিকে নাচোল উপজেলার গ্রীন স্কুলের শিক্ষক আব্দুর রফের ডিসকভারি ১২৫ সিসির গাড়ীটি স্কুলের বাহিরে রেখে ক্লাসে যান । ক্লাস থেকে বেরিয়ে দেখেন গাড়ীটি নেই। গাড়ীটির গাড় লক করা থাকলেও কায়দা কৌশল করে কিছুদুর ঠেলে নিয়ে গিয়ে গাড়ী সটার করে যাবার সময় স্থানীয়রা ধরে ফেলেন। গাড়ী চোরের বাড়ী চাপানবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দক্ষিন ইসলামপুর গ্রামের দুরুলের পুত্র অয়াসিম।পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে চোরকে থানায় নিয়ে যান । এছাড়াও চলতি মাসের ১০সেপ্টেম্বর শনিবার দুপুরের দিকে নিজ বাড়ী থেকে তানোর উপজেলার মুন্ডূমালা পৌর এলাকার জুমারপাড়া গ্রামের মৃত রশিদ মোল্লার পুত্র ছাত্রদলের সাধারন সম্পাদক জারদিস মোল্লার ডিস্কভার ১৩৫সিসি লাল রঙের গাড়ীটি দুপুর ১টার দিকে চুরি হয়। এখন পর্যন্ত সন্ধান মিলেনি গাড়ীটির । জারদিস মোল্লা জানান বাজার থেকে বাড়ীর বারান্দায় গাড়ী রেখে খেতে যায় । বের হয়ে এসে দেখি গাড়ীটি নেই। যার গাড়ী নম্বর রাজশাহী ল-১১-২৭২৪ । থানার ওসি রেজাউল ইসলাম জানান ইতিপূর্বেই আন্তঃজেলা মটরসাইকেল সিন্ডিকেট দলের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে । আসা করছি চলমান অভিযানে বাকিরাও ধরা পড়বেন । #
তানোরে মটরসাইকেল চুরির অভিযোগে চারকে গনধোলায় দিয়ে পুলিশে সোপর্দ
Sep ১৮, ২০১৭উপজেলা সংবাদComments Off on তানোরে মটরসাইকেল চুরির অভিযোগে চারকে গনধোলায় দিয়ে পুলিশে সোপর্দLike

Previous Postরাজশাহীতে ধান-চালের মজুদ রাখার দায়ে মাত্র ২মিলে জরিমানা’ উপজেলাগুলোতে অভিযান নেই!
Next Postরাজশাহীর সাংবাদিক বুলবুল চৌধুরীর মৃত্যুতে মেট্রোপলিটন প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া