নাজিম হাসান, রাজশাহী থেকে : রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় ওসমান গণি (২৫) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আমশো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওসমান গণি উপজেলার ভদরখ গ্রামের মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, শনিবার সকালে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর একটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন যুবলীগ কর্মী ওসমান গণি। পথে উপজেলার আমশো নাম স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ওসমান গণি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের দায়ের করা হয়েছে।
তানোরে দুর্ঘটনায় যুবলীগ কর্মী নিহত
Oct ১৫, ২০১৬পৌরসভা সংবাদComments Off on তানোরে দুর্ঘটনায় যুবলীগ কর্মী নিহতLike
