eye of develpment ঢাকা, ১৪ই চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪১ হিজরী

গোপালপুর পৌর কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট

নাহিদ হোসেন, নাটোর থেকে: লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার কর্মচারীরা বকেয়া বেতন প্রদানের দাবিতে সোমবার পৌরসভা চত্বরে সকাল থেকে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছে।
পৌরসভার কর্মাচারীরা জানান, তাদের ৫ মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে। ঈদের আগেও তাদের বেতন-ভাতা দেওয়া হয়নি।
এ ব্যাপারে পৌর মেয়র নজরুল ইসলাম জানান, ঈদের আগেই তাদের এক মাসের বেতন-ভাতা প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ব্যাংকে টাকা লেনদেনের সময় পার হয়ে যাওয়ায় তা দেওয়া সম্ভব হয়নি। যে কোনো সময় তারা ওই বেতন উত্তোলন করতে পারেন। কর্মচারীরা বিক্ষোভ ও ধর্মঘট পালন করলেও তার সাথে যোগাযোগ করনেনি বলে মেয়র জানান।
বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন আনিসুর রহমান, মকবুল হোসেন, ইয়াহিয়া সরকার, শহিদুল ইসলাম, বিজন কর, মাসুদ রানা, আফগান আলী, আওয়াল, জুয়েল ইসলাম প্রমুখ।