আরিফ ইসলাম, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়া পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কুষ্টিয়া পৌরসভার ম. আ. রহিম মিলনায়তনে কুষ্টিয়া পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও ডিডিসি-এর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র-১ আলহাজ্ব মতিয়ার রহমান মজনুর সভাপতিত্বতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র-২ সাইফ-উল-হক মুরাদ, প্যানেল মেয়র-৩ পারভীন হোসেন, কাউন্সিলর নুরজাহান, মমতাজ জাহান, তাসলিমা খাতুন, সামসুন্নাহার (মায়া), বদরুল ইসলাম, খান এ করিম অকুল, নজরুল ইসলাম, পিয়ার আলী জোমারত, গোলাম মোস্তফা লাভলু, আনিছ কোরাইশী, হেলাল উদ্দিন, ওলিউল্লাহ, শাহ জালাল, ইসলাম শেখ, ডিডিসি’র টিম লিডার সাইফুল্লাহ দস্তগীর এডিবির প্রতিনিধি নিয়াজ রহমান, টিএলসিসি’র সদস্য আব্দুল লতিফ, ব্যবসায়ী প্রতিনিধি মাসুদুর রহমান তোতা, কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন, সহকারী প্রকৌশলী ওয়াহিদুর রহমান সহ কুর্ষ্টিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ডিডিসি’র টিম লিডার বলেন, কুষ্টিয়া পৌরসভার মাস্টার প্ল্যান হবে জনগণের মতামতের উপর। প্রতিটি ওয়ার্ডের জনগণের মতামত নিয়েই প্ল্যান প্রণয়ন করা হবে। কুষ্টিয়া পৌরসভায় আগামীতে একটি সুন্দর মাস্টার প্ল্যান উপহার দেয়া হবে। মতবিনিময় সভার সভাপতি কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র-১ আলহাজ্ব মতিয়ার রহমান মজনু বলেন, এটি একটি প্রয়োজনীয় ও যুগোপযোগী উদ্যোগ। তিনি উক্ত মাস্টার প্ল্যান সঠিকভাবে প্রণয়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভাটি পরিচালনা করেন কুষ্টিয়া পৌরসভার শহর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ।
কুষ্টিয়া পৌরসভা মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা
Jun ১২, ২০১৬খুলনা বিভাগ, নিউজComments Off on কুষ্টিয়া পৌরসভা মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা2
